নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দিল্লীতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের উপর দিয়ে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভারতীয় রেল চলাচলের যে সমঝোতা স্মারকে সই করা হয়েছে তাকে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী আখ্যায়িত করে এ চুক্তি বাতিলের দাবী জানিয়েছে খেলাফত মজলিস।
আজ প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বাংলাদেশ তিস্তার পানি পায় না, চুক্তি অনুযায়ী গঙ্গার পানি পায় না, ভারতের অভ্যন্তরীণ সামান্য ২২ কিলোমিটার পথ দিয়ে নেপালের সাথে সরাসরি বাণিজ্য করার সুযোগ পায় না, সীমান্তে বিএসএফ কতৃর্ক নাগরিক হত্যা থামছে না- এরপরও বাংলাদেশের বুক চিরে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভারতীয় রেল চলাচলের চুক্তি কোন স্বার্থে? দেশবিরোধী এ চুক্তি বাংলাদেশের জনগণ মানে না। দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে এই জনবিচ্ছিন্ন সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সাথে নতুন রেল চুক্তি করেছে। অবিলম্বে ভারতের সাথে রেল চুক্তি সহ বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।