নিজস্ব প্রতিবেদক (কুমিল্লা) : গতকাল শনিবার ২৮ সেপ্টেম্বর ১১ টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহলদল দায়িত্বপূর্ণ কুমিল্লা সীমান্তে টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ২০৫৮/এম হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়নপুর নামক স্থানে মানব পাচারকারী সদস্য কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর গ্রামের ফয়েজ আহম্মেদের ছেলে মোঃ আপন মিয়া (২২)-কে আটক করে।
এসময় তার সহায়তায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে (ক) মোঃ বজলুল আমিন (২০), পিতা- জয়তুন মিয়া, (খ) মোঃ মামুন মিয়া (১৯), পিতা- মোঃ আব্দুল মান্নান, উভয়ের ঠিকানাঃ গ্রাম-শতকবাজার, পোস্ট- লিগাঁও বাজার, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, (গ) মোঃ তারিকুল ইসলাম (২২), পিতা- মোঃ মনির মিয়া, গ্রাম- নারায়নপুর, পোস্ট- নারায়নছড়া, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার এলাকার ৩ জন বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবস্থায় বিজিবি টহলদল আটক করে।
আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি টহলদল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, মানব পাচারকারী মোঃ আপন মিয়ার সহায়তায় উল্লিখিত ০৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উক্ত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ০৪টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে।
আটককৃত আপন মিয়া মানব চোরাচালানে সহায়তা করা এবং ০৩ জন বাংলাদেশী নাগরিক পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ এর চেষ্টা করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তরের কার্ক্রম প্রক্রিয়াধীন।