নিজস্ব প্রতিবেদক (সাতক্ষীরা) : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সাতক্ষীরা জেলার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় সীমান্তের ৮ কিঃমিঃ এর মধ্যে অবস্থিত মোট ৩৯টি পূজামন্ডপ রয়েছে।
আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর, সকাল ৮ টা থেকে উক্ত পূজামণ্ডপ সমূহ ও আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষার জন্য অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহ্ খালেদ ইমামের নেতৃত্বে ২টি পিকআপ যোগে ১ প্লাটুন বিজিবি সদস্য সকল পূজামন্ডপ পরিদর্শন ও রেকি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। পূজামনণ্ডপসমূহের সভাপিত, সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ ও সংশ্লিষ্ট এলাকার নেতৃস্থানীয় ও গণ্যমান্য বক্তিবর্গের
সাথে প্রয়োজনীয় মতবিনিময় করা হচ্ছে। এছাড়াও রেকিদল পূজামন্ডপসমূহে স্থাপিত সিসি ক্যামেরা, জেনারেটর, পর্যাপ্ত সেচ্ছাসেবক, পূজামন্ডপসমূহে দুস্কৃতিকারী কর্তৃক আক্রমনের সম্ভাবনা রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছেন এবং বিজিবির বেইজ ক্যাম্প স্থাপনের জন্য স্থান পরিদর্শন করেছেন।