সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ধুলিহরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করলেল জামায়াত নেতৃবৃন্দ । শুক্রবার(৪ সেপ্টেম্বর) সকালে সদরের ৮নং ধূলিহর ইউনিয়নে তীব্র বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাত হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সহকারি সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম ইউনিয়ন যুব ইউনিটের সভাপতি মাওলানা আব্দুল করিম সহ উপজেলাও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মীরা।
তারা ৮ নং ধুলিহর ইউনিয়নের ধুলিহর,সানাপাড়া, বালুইগাছা, তালতলা, গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় এলাকাবাসী দাবি করেন যে ধূলিহর সুপারিঘাটা গেট দিয়ে যদি পানি সেচ দেয়া যায় তাহলে পানি কিছুটা কমে যাবে।উপজেলা আমির তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা বরাদ্দ দেন এবং স্থানীয় নেতৃবৃন্দকে মেশিন বা মটর এর মাধ্যমে সেচ কাজ শুরু করার জন্য নির্দেশনা প্রদান করেন।