বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ভ্যান চালককে গুলি করে হত্যার চেষ্টা : নৌ-বাহিনীর কর্মকর্তা সহ ৬৯ জনের নামে মামলা দায়ের !

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

বিশেষ প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ভ্যান চালককে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নৌ-বাহিনীর সদস্য সহ ৬৯ জনের নামে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা নং সিআর ১৬৬/২০২৪। মামলাটি গ্রহন করে পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দিতে আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।


বিজ্ঞাপন

মামলার আরজির ভাষ্যে জানা গেছে, মামলার বাদী মো: কবেজ আলী একজন ভ্যান চালক। তিনি দীর্ঘদিন যাবত ঢাকা শহরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন গত ১৯/০৭/২০২৪ তারিখ বিকাল ৩ টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশেন গুলিতে আহত ছাত্রদের প্রাণ রক্ষার্থে তার ভ্যান যোগে হাসপাতালে নেওয়ার পথে কতক আসামী তাকে গুলি করে হদ্যা করার চেষ্টা করে।


বিজ্ঞাপন

শরীরে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে পথচারিরা তাকে উদ্ধার করে ফাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিতসা শেষে ২৭/০৭/২০২৪ তারিখে ছাড়পত্র গ্রহন করেন। পরবর্তীতে তিনি গত ৩১/১০/২০২৪ তারিখে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর ১৬৬/২০২৪।

এই মামলায় তিনি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার শোয়েব খান, সাবেক অতিরিক্ত পরিচালক, এন এম আই, বর্তমানে নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার পদ কর্মরত।

শ্যামল কান্তি, ২২ তোপখানা রোড, ঢাকা (প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে বৈষম্য বিরোধী ছাত্রদের হুমকি প্রদান ও গুলি করেন।) এতে ১ টি গুলি বাদীর শরীরে বিদ্ধ হয়। গোপালগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবীর, নৌ-পরিবহন অধিদপ্তরের দুর্নীতিবাজ সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার নাজমুল হকের স্নেহধন্য বিজনেস পার্টনার ও অস্ত্র ব্যবসায়ী।

ফ্যাসিষ্ট শেখ হেলালের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই বিজয়নগরে অবস্থিত অস্ত্রের দোকান থেকে অবৈধভাবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ প্রমুখ ফ্যাসিষ্ট সংগঠনের নেতাদের অস্ত্র সরবরাহ করে এবং নিজেও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ব্যবহার করে আন্দোলন দমাতে চেষ্টা করে। সহ মোট ৬৯ জনকে আসামী করেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *