নিজস্ব প্রতিনিধি (চাপাইনবয়াবগঞ্জ) : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে পৌনে ৯ কোটি টাকা মূল্যের ৭৬৭ কেজি ভারতীয় ইমিটেশন গহনা ও ৪৪৪ বস্তা চায়না ক্লে পাউডার ভর্তি একটি ট্রাকসহ ট্রাকের চালককে আটক করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রে।
আজ মঙ্গলবার ১২ নভেম্বর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে বাংলাদেশী ট্রাকে করে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল পাচার হয়ে আসবে।
এ প্রেক্ষিতে আনুমানিক রাত ২ টা ২০ মিনিটের সময় মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানামা পোর্ট নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় বাংলাদেশী একটি ট্রাক পানামা পোর্ট হতে সোনামসজিদের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল ট্রাকটিকে থামায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৪৪৪ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৭৬৩ কেজি ওজনের বিভিন্ন প্রকার ভারতীয় ইমিটেশন গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৮,৭৪,৪৪,৫৫০ (আট কোটি চুয়াত্তর লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক মোঃ আব্দুস শুকুর (৪০) কেও আটক করা হয়।
আটকৃত আবদুস শুকুর সোনামসজিদ এলাকার বালিয়াদিঘী গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতঃ জব্দকৃত মালামালসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।