কুমিল্লা প্রতিনিধি : ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থীগন যারা বর্তমান গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু কর্মকর্তার নাম নিম্নে উল্লেখ্য করা হলো।
ড. সানোয়ার জাহান ভূইয়া, বাংলাদেশ কর্মকমীশনের সচিব, ড. কৃষিবিদ মোঃ মহসিন ( সাবেক ডিজি, কৃষি অধিদপ্তর), মোঃ নজরুল ইসলাম, স্থানীয় সরকার, এলজিইডি অধিদপ্তরের অতিরিক্ত ও ভারপ্রাপ্ত সচিব পদাতিক বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, জাহেদ হোসেন ইয়েন, উপজেলা নির্বাহী অফিসার, হাতিয়া, মোঃ তাজুল ইসলাম, উপ-সচিব অর্থ মন্ত্রণালয়, বদরুল হাছান লিটন, উপ-সচিব, ছাইফুল ইসলাম রিপন, উপ-সচিব, মোঃ ফারুক আহম্মেদ, সাবেক জেলা দায়রাজজ, বর্তমান নির্বাচন কমিশনার, শাহ পরান সোহাগ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কর্নেল তৌহিদুল ইসলাম বাদল, সাবেক ডাঃ আবুল হাশেম, ক্যান্সার বিশেষজ্ঞ, ড. সোলায়মান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এবং ড. নয়নতারা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এছাড়া বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা দেশের ৪৬টি মন্ত্রনালয়, ৬৪টি জেলা, ৯টি বিভাগে সাহিত্য স্বাশিত বিশ্ব বিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।