নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধাঘাট দখলমুক্ত ও সীমানা নির্ধারন করে টুরিস্ট স্পট করার দাবীতে মানববন্ধন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় জীবন-যাপন জীবনী প্রশাসনিক সংবাদ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধাঘাট অবৈধ দখলমুক্ত ও সীমানা নির্ধারন করে ঐতিহ্যবাহী বাঁধাঘাটকে টুরিস্ট স্পট করার দাবীতে নড়াইল আদালত চত্ত্বরে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। (২৭ ই নভেম্বর) বুধবার সকাল ১১ টায় নড়াইলের সন্তান আমেরিকা প্রবাসী নিয়াজ মাহমুদ ভিকু’র সার্বিক ব্যবস্থাপনায় ও সচেতন নড়াইলবাসীর পক্ষে নড়াইল আদলত চত্ত্বরে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক এবং নড়াইল জেলা এনপি পি পার্টির সভাপতি শরিফ মনির হোসেন,সেক্রেটারী আনোয়ার খান,জামায়াত ইসলামের ছাত্র সংগঠন শিবিরের সাবেক জেলা সভাপতি সাইফুল আব্দার,সাংস্কৃতিক কর্মি রহমান হোসেন,নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক নেতা মোঃ শাহিনুর ইসলাম টুকু,নিয়াজ মাসুদ খান হিরুসহ নড়াইলের সচেন মহলের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তা’রা ঐতিহ্যবাহী বাঁধাঘাটে অবৈধ ভাবে স্থাপিত শীব লিঙ্গের অপসারণ ও বাধাঘাটের সীমানা নির্ধারণ করে টুরিষ্ট ইস্পট ঘোষণার দাবি জানান। মানব বন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে স্মারক লিপির কপি তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক বিষয়টি উর্ধতন কতৃপক্ষ কে অবহিত করবেন বলে জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *