নিজস্ব প্রতিবেদক : তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র কর্মচারী ফয়েজ আহমেদ লিটনের বেপরোয়া আচরণ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে।তার দুর্ব্যবহারের ঘটনা সরকারী চাকরী বিধিবহির্ভূত এবং শৃঙ্খলাভঙ্গের শামিল। তিতাস গ্যাসের এই কর্মচারীর নামে ইতোপূর্বেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
ফয়েজ আহমেদ লিটন সোনারগাঁও অফিসে কর্মরত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র একজন কর্মচারী। তিতাস গ্যাসের অনুমোদন বিহীন জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের স্বঘোষিত নেতা।
তবে সোমবার তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ লুৎফুল হায়দার মাসুমের সাথে পছন্দের জায়গায় বদলির তদবির করতে গিয়ে টেবিল চাপড়ে উচ্চ সুরে কথা বলার এ অভিযোগ নিয়ে এরই মধ্যে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। কারণ তুচ্ছ অজুহাত নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই ধরনের দুর্ব্যবহার করা হলে তা অন্যদের মাঝে অনুকরণীয় হতে পারে এজন্য পেট্রোবাংলা সহ তিতাস গ্যাসের উর্ধ্বতন মহল এই বিষয়ে নড়েচড়ে বসেছে। তারা বলেছে ফয়েজ আহমেদ লিটনের এই ধরনের কার্যকলাপ ধৃষ্টতার শামিল।
তিতাস গ্যাস ট্রান্সমিশনের ডিস্ট্রিবিউশন পিএলসি’র জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি বলেন আসলে ফয়েজ আহমেদ লিটন আমাদের সংগঠনের কেহনা। স্বাক্ষর জালিয়াতির কারণে তাকে আগেই বহিষ্কার করা হয়েছে। এবং তিনি দলের যথেষ্ট পরিমাণ দুর্নাম করেছেন যার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে।
তিতাস গ্যাসের জোবিঅ-সোনারগাঁ অফিসের সাহায্যকারী খৈয়ম ব্যাপারী, বিক্রয় সহকারি ফাইজুল, এবং লুঙ্গি পার্টি শামীমের মাধ্যমে অবৈধ সংযোগ থেকে গত কয়েক মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ফয়েজ আহমেদ লিটন।
এই বিষয়ে তিতাস গ্যাসের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ লুৎফুল হায়দার মাসুমের সাথে কথা বললে তিনি জানান, ফয়েজ আহমেদ লিটনের এই ধরনের মিস ব্যবহারের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত, আশা করছি তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বিষয়টি জানলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে কথা বলতে ফয়েজ আহমেদ লিটনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। বিধায় তার কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না।