মিরসরাইয়ে গাড়িসহ ৫৪০ লিটার চোরাই তেল নিয়ে ড্রাইভার আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মিরসরাই প্রতিনিধি :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের বেলায় বিভিন্ন গাড়ি ও ট্রেনের চোরাই তেল সংগ্রহ করে বিক্রি করে কয়েকটি চক্র। সন্ধ্যা নামার সাথে এ তেল চুরির সাথে জড়িতরা সক্রিয় হয়ে উঠে। কখনো উপজেলার জোরারগঞ্জ থানার পাশে সিনকি আস্তানা রেল স্টেশনে আবার কখনে মিরসরাই পৌরসদরে থেকে শুরু করে পুরো মহাসড়কে এই চোরাই তেল নিয়ে বিক্রি করে তেল চুরির সাথে জড়িত সিন্ডিকেটের সদস্যরা।


বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ গাড়ির তেল চুরির সাথে জড়িত থাকায় মো. রাশেদুল ইসলাম (২৩) নামের একজনকে গ্রেফতার করে। এসময় তার চোরাই তেল বিক্রির একটি পিকআপ গাড়ি ও ৫৪০ লিটার ড়িজেল জব্দ করে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মো. রাশেদুল ইসলাম উপজেলার জোরারগঞ্জ থানার পরাগলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী বিএসআরএম কোম্পানীর গাড়ি চালাক মো. অভি জানান, রাত হলেই বিভিন্ন গাড়ির ড্রাইভার কম দামে গাড়ির তেল বিক্রি করে কয়েকটি সিন্ডিকেটের কাছে। আবার কখনো গাড়ি পার্কইন রাখলে তেল চুরি করে নিয়ে যায় তেল চুরির সাথে জড়িত সদস্যরা। অভি আরো বলেন,‘তেল চুরি হলে ড্রাইভারা থানা যায়না। নিজের থেকে কোস্পনীকে বুঝিয়ে দেন। পুলিশ-প্রসাশন সক্রিয় হলে তেল চুরি ও বিক্রি বন্ধ হয়ে যাবে।’

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, রাশেদুল ইসলাম নামের চোরাই ডিজেল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১টি পিকআপ গাড়ী ও ৫৪০ লিটার ডিজেল জব্দ করা হয়ে। মহাসড়কে রাতে পুলিশের টিম কাজ করতেছে। তেল চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *