নড়াইলে শেখ রাসেল সেতুর নতুন নাম শহীদ সালাউদ্দিন সেতু

Uncategorized অন্যান্য খুলনা

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে চিত্রা নদীর ওপর অবস্থিত শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে ২৪শের বিপ্লবে ঢাকায় নিহত নড়াইলের শহীদ সালাউদ্দিনের নামে সেতুর নামকরণ করা হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির নেতৃত্বে দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাফায়াত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম ও মেহেদী হাসান,মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুসহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন,নড়াইলের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ সেতু যেটা এতদিন এর নাম ছিল শেখ রাসেল সেতু। তার নাম পরিবর্তন করে ২৪শে গণঅভ্যুত্থান ছাত্র-জনতার যে আন্দোলনে শহীদ নড়াইলের লোহাগাড়া উপজেলার সালাউদ্দিন ভাইয়ের নামে নামকরণ করা হলো। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই নড়াইলসহ সারা বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের নামে কোন স্থাপনা থাকবে না।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *