নওয়াপাড়া বাজারে রমজান উপলক্ষে বিএসটিআই এর বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সুমন হোসেন, (যশোর)  :  নওয়াপাড়া বাজারে রমজান উপলক্ষে বিএসটিআই এর বাজার মনিটরিং ও সর্তকতামুলক মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়েছে। বুধবার বিকালে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আব্দুল্লাহ আল ফারুক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে এই অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন

এ সময় যশোর জেলার বিএসটিআই এর ইন্সপেক্টর মোঃ রাকিব ইসলাম ও অভয়নগর থানার এএসআই মোঃ তৌফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। সচেতনতা মুলক অভিযানে ২টি দোকনে পণ্যের লেবেল ও মোড়ক না থাকায় ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।


বিজ্ঞাপন

অভিযান চালানো দোকান সোহাগ টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক মোঃ রফিকুল ইসলাম বলেন, সারা দিন দোকানে ২ হাজার টাকা বিক্রি করতে পারি নি। তারপরও ম্যাজিস্ট্রেট ২ হাজার টাকা জরিমানা করেছেন। অপরাধ ছিলো খোলা তেল বিক্রি। কিন্তু যারা ব্যরেল ব্যরেল খোলা তেল বিক্রি করেন। তাদের বিরুদ্ধে অভিযানটি আগে করার প্রয়োজন ছিলো।


বিজ্ঞাপন

অপর ব্যবসায়ী রাজঘাট এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: তৌফিকুল ইসলাম সেন্টু বলেন, খোলা বাজারে লেবেল ছাড়া মধু বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেছেন। আমার দোকানে সারাদিন বেচা বিক্রি করে ১ হাজার টাকা লাভ করতে পারি নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছোট ব্যবসায়ী বলেন, এই ভ্রাম্যমান আদালতের অভিযান গুলো প্রয়োজন বাজারে বিভিন্ন পণ্য আমদানীকরক ও বড় বড় ডিলার এবং পাইকারি ব্যবসায়ীদের উপর। তাহলে বাজার নিয়ন্ত্রণ থাকবে। ফলে সাধারন মানুষ উপকৃত হবে। ফলে সরকারের মহতী উদ্যোগ বাস্তবায়ন হবে।

ভ্রাম্যমান আদলতে সূত্র জানায়, নওয়াপাড়া বাজারের সোহাগ টেলিকম এন্ড ভ্যারাইটিজ ষ্টোরের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম কে ২,০০০/- টাকা ও রাজঘাট এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ আতিকুল হক কে ২,০০০/- টাকা জরিমানা করে তা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, সামনে আগত রমজান মাস। এই উপলক্ষে বাজারের পণ্য বিক্রেতারা কোনো সাধারন মানুষের ক্রেতা কে ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্য নির্দিষ্ট দামের থেকে বেশি দামে বিক্রি না করা, কোনো প্রকার ভোক্তাকে না ঠকানো এবং পণ্যে ভেজাল মিশানো থেকে বিরত থাকার জন্য এই সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। মাত্র দু’টি দোকানে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। এর পর কোনো দোকানির বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *