ফরিদপুরের সদরপুরে অপারেশন ডেভিল হান্ট  : আওয়ামী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি  :  অপারেশন ডেভিল হান্ট-এর অভিযানে ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজার এলাকা থেকে তাদের আটক করে সদরপুর থানা পুলিশ।


বিজ্ঞাপন

আটকরা হলেন, সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল খাঁন, ঢেউখালি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল খাঁন ও ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঈন খাঁন।


বিজ্ঞাপন

পুলিশ জানায়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি প্রতিরোধে উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজারে অভিযান চালিয়ে অরাজকতা সৃষ্টিকারীদের আটক করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ নির্দেশনায় নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *