সুন্দরবনে  ১জেলে অপহরণের মধ্য দিয়ে  নতুন দস্যু শরীফ বাহিনীর আত্মপ্রকাশ ! 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার , (বাগেরহাট) : পূর্ব সুন্দরবনে শরীফ বাহিনী নামে নতুন করে আরো একটি দস্যু বাহিনীর আত্মপ্রকাশ ঘটেছে।  সোমবার (৩ মার্চ) মধ্যরাতে শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকা থেকে এক জেলেকে অপহরণের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে এই দস্যু বাহিনী।


বিজ্ঞাপন

অপহৃত জেলের নাম মো. ইয়াসিন (৩০)। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে। সুন্দরবনের শ্যালার চর শুঁটকি পল্লীর মৎস্য ব্যবসায়ী খুলনার মিঠু কমিশনারের ট্রলারের মাঝি তিনি।


বিজ্ঞাপন

এর আগে ২৬ জানুয়ারি সুন্দরবনের সর্ববৃহত শুঁটকি পল্লী আলোকোলের ১৫ জেলেকে অপহরণ করে বনদস্যু দয়াল বাহিনী। প্রত্যেকে দুই লাখ ৮৫ হাজার টাকা করে মুক্তিপণ দিয়ে ছাড়া পান অপহৃতা।


বিজ্ঞাপন

মৎস্য ব্যবসায়ী মিঠু কমিশনার মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মোবাইল ফোনে জানান, সোমবার রাতে সুন্দরবনের টিয়ার চর এলাকায় তার জেলেরা মাছ ধরছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে সশস্ত্র দস্যুরা একটি ট্রলারে এসে জেলেদের ট্রালারে হানা দেয়। ট্রলারে উঠে প্রথমে জেলেদের মারপিট শুরু করে। পরে ট্রলারের মাঝি ইয়াসিনকে তুলে নিয়ে চলে যায়। এসময় তারা নিজেদেরকে বনদস্যু শরীফ বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। দস্যুরা তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি মোবাইল দিয়ে গেছে সঙ্গী জেলেদের কাছে। এখনো মুক্তিপণের বিষয়ে কিছু জানায়নি দস্যুরা। তবে এর আগে এই নামে কোনো দস্যু বাহিনীর নাম শোনা যায়নি বলে জানান এই মৎস্য ব্যবসায়ী।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদার জেলে অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে শ্যালারচরের জেলেদের মাঝে নতুন করে দস্যু আতঙ্ক দেখা দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *