তোফায়েলের পালক পুত্রের ৩৪ কোটি টাকার সম্পদ  : স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুই মামলা দুদকের

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পালক পুত্র মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিন্তির নামে প্রায় ৩৪ কোটি টাকার সম্পদ থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে প্রায় সোয়া ১২ কোটি টাকার সম্পদের কোনো বৈধ উৎস না থাকায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বিজ্ঞাপন

আওয়ামী শাসনামলে ভোলা জেলার আতঙ্ক বিপ্লব মূলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বড় ভাই আলী আশরাফের ছেলে। নিজের ছেলে সন্তান না থাকা তোফায়েল ছোট বেলা থেকে বিপ্লবকে নিজের সন্তান পরিচয়ে মানুষ করেছেন। একপর্যায়ে তোফায়েলের ক্ষমতার জোরে বেপরোয়া হয়ে ওঠা বিপ্লবকে করা হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ত্যাগী-পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিপ্লবকে সাধারণ সম্পাদক করায় তখন অন্যান্য নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে প্রভাবশালী নেতা তোফায়েলের ভয়ে মুখ খোলেননি কেউ। চাচা তথা পালক পিতার প্রভাবে বেপরোয়া বিপ্লব জেলাজুড়ে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি নিয়ন্ত্রণ করতে শুরু করেন সব সরকারি দপ্তরের ঠিকাদারি।


বিজ্ঞাপন

বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজিসহ আরও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। একপর্যায়ে বিপ্লবের কথার বাইরে গাছের পাতা না নড়ার মতো পরিস্থিতিও হয় ভোলায়। শুধু বিপ্লবই নয়, তার বড় ভাই আলী আজম মুকুলকেও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেন তোফায়েল। দলীয় মনোনয়ন এনে তাকে করা হয় ভোলা-২ আসনের এমপি। বর্তমানে অবশ্য তিনি হত্যাসহ একাধিক মামলায় গ্রেফতার হয়ে জেলে আছেন।


বিজ্ঞাপন

গত  ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পূর্বে দোর্দণ্ড প্রতাপশালী বিপ্লব বর্তমানে পলাতক রয়েছেন। তার স্ত্রী সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের কন্যা বিন্তিও আছেন আত্মগোপনে।

আওয়ামী লীগের আমলে বেপারোয়া অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া বিপ্লব দম্পত্তির অবৈধ সম্পদের সন্ধানে সম্প্রতি তদন্তে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানে জমি, বাড়ি, ফ্ল্যাটসহ বিপুল সম্পদের মালিকানা থাকার প্রমাণও মেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন সময়ে আয়কর নথিতে দেয়া তথ্যে মাত্র কয়েক বছরে ৭৪ কোটি ৯৯ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা আয়ের তথ্য দেন বিপ্লব। এর মধ্যে রেমিট্যান্স, ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠান, গাড়ি বিক্রি ও মাছ চাষ খাতে দেখানো হয় ২৯ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার ৭৩৯ টাকার আয়। তবে দুদকের তদন্তে এর পুরোটাই ভুয়া বলে প্রমাণ মিলেছে। এসব আয়ের পক্ষে কোনো দালিলিক প্রমাণ মেলেনি দুদকের অনুসন্ধানে। বারবার নোটিশ দেওয়ার এসব আয়ের পক্ষে কোনো যৌক্তিক প্রমাণও দাখিল করতে পারেনি এই বিপ্লব দম্পতি।

আদালত সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, অবৈধ সম্পদ অর্জনের এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ ধারার ১ উপধারা অনুসারে মইনুল হোসেন বিপ্লব এবং একই ধারার ২ উপধারা অনুসারে ইসরাত জাহান বিন্তির বিরুদ্ধে দুটি মামলা করেছেন কমিশনের সহকারী পরিচালক খোন্দকার কামরুজ্জামান। এদের বিরুদ্ধে আরও কোনো অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেলে তা তদন্ত রিপোর্টে দাখিল করা হবে উল্লেখ করা হয়েছে মামলার বর্ণনায়।

ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, ‘এটি হচ্ছে আওয়ামী লীগ আমলে ভোলায় চলা বেপরোয়া লুটপাটের ছোট্ট নমুনা। বিপ্লবের মতো ছেলে ৩৩ কোটি টাকার সম্পদের মালিক। আমার তো মনে হয় এটুকু শুধু নয়, তার আরও অনেক সম্পদ রয়েছে যা এখনো তদন্তে বের হয়নি। আওয়ামী শাসনামলে পৌরসভা, এলজিইডি, ফ্যাসিলিটিজ, গণপূর্তসহ সব দপ্তর ছিল তার নিয়ন্ত্রণে। আর এর সবকিছুরই নেপথ্যে ছিলেন তার পালক পিতা তোফায়েল আহমেদ।’

এসব অনিয়মের বিষয় জানতে চেয়ে মঈনুল হোসেন বিপ্লব ও তাঁর স্ত্রী ইশরাত জাহান বিন্তির মোবাইলে একাধিক বার ফোন দেওয়া হলেও তারা মোবাইল রিসিভ না করায় তাদের কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *