তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা) : রবিবার (২৫ মে) কুমিল্লার প্রসিদ্ধ ভগবতী এন্ড পেড়া ভান্ডারের স্বত্বাধিকারী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কিরণময় দত্ত ঝুনু’র শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন।

এ উপলক্ষে কুমিল্লা লাকসাম রোডস্থ দেশপ্রিয় কনভেনশন সেন্টারে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

ওই মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন- এড. কিরণময় দত্ত ঝুনু’র আত্মীয়-স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, বীরমুক্তিযোদ্ধা স্বর্গীয় এডভোকেট কিরণময় দত্ত ঝুনু (৮৬) গত ১০ মে শুক্রবার রাত পৌনে ৮টার সময় নিজ বাসায় ইহলোকের মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন (দিব্যান্ লোকান্ স্ব গচ্ছুত)।