নিজস্ব প্রতিনিধি (যশোর) : ফেসবুকে প্রচারণার মাধ্যমে সহজেই লোন দেওয়ার নামে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার ও প্রতারণার কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করলো পিবিআই, যশোর।

গত ২৪ মে, অন লাইনে বিকাশ লোন প্রদানের জন্য ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে https://loan-bd.com ও “অনলাইন লোন সার্ভিস” লিংক https://loanx.bdloanservice.com নামীয় পেইজে বিজ্ঞাপনের বিষয় এবং স্থানীয় দৈনিক পত্রিকা “গ্রামের কাগজ” এর অনলাইন পেইজে ভুয়া বিজ্ঞাপনের কারসাজি, যশোরসহ বিভিন্ন এলাকার হাজার হাজার বেকার পথে বসছেন” এমন শিরোনামের প্রচারিত বিষয়টি পুলিশ সুপার পিবিআই, যশোরের নজরে আসে।

প্রতারকদের প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাপক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার, পিবিআই, যশোর জেলার নির্দেশক্রমে পিবিআই যশোর ইউনিটের জিডি নং-৫২৪, তারিখ-২৪/০৫/২০২৫ খ্রিঃ মূলে এসআই(নিঃ)/ডিএম নুর জামাল হোসেন, সঙ্গীয় এসআই(নিঃ)/ মোঃ মাসুদসহ পিবিআই, যশোর জেলার চৌকস দল উক্ত ঘটনা সংক্রান্তে অনুসন্ধান শুরু করে।

অনুসন্ধানকালে পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে অনুসন্ধানকারী কর্মকর্তা এসআই(নিঃ)/ডিএম নুর জামাল হোসেন, সঙ্গীয় এসআই(নিঃ)/ মোঃ মাসুদসহ পিবিআই, যশোর জেলার চৌকস দল ঘটনার সাথে জড়িত বলে ১। সৈয়দ আলী আফতাব রিজভী (২১), পিতা- সৈয়দ আলী আজম, মাতা- তানভিরা আজম, সাং-বাবরা নওয়াগ্রাম, থানা- কলিয়া, জেলা- নড়াইল, এপি/সাং- মিশনপাড়া রোড, থানা- কোতয়ালী, জেলা-যশোকে যশোর কোতয়ালী মডেল থানাধীন গরীব শাহ রোডস্থ বিমান অফিস মোড়, তার ব্যবসা প্রতিষ্ঠান আার্কেডিয়া ট্রাভেলস অফিস হতে হতে আজ রবিবার ২৫ মে, রাত সাড়ে ১২ টার সময় উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ক) ০১টি Walton Primo S8 Mini, অ্যাশ রংয়ের মোবাইল ফোন, যার IMEI-1: 355473210135090, IMEI-2: 355473210135010, উক্ত ফোনের Slot-1 এ সিম নং-01609025581, Slot- 2 এ সিম নং-01576727882 উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অত্র ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে। তার দেওয়া তথ্যানুযায়ী তার সহযোগী ০২। সাইফুল (২২), পিতা- মোঃ মজিবর মোড়ল, মাতা- তহমিনা বেগম, সাং- ভাগবা(মোড়লবাড়ী), মহেশ্বরীপুর, থানা- কয়রা, জেলা- খুলনা, এপি/ সাং- শাহ আব্দুল করিম রোড, খড়কি, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে যশোর কোতয়ালী মডেল থানাধীন খড়কি গ্রামস্থ তার ভাড়া বাসা হতে ২৫/০৫/২৫ খ্রিঃ রাত ০২.৩০ ঘটিকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০১টি Oneplus Nord-N10 5G, কালো রংয়ের মোবাইল ফোন, যার MEI-1: 869360056127590, IMEI-2: 869360056127580 উক্ত ফোনের Slot-2 এ সিম নং-01836501219 উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে অত্র ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে সৈয়দ আলী আফতাব রিজভী (২১) ও সাইফুল (২২) দ্বয়কে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়।
পরবর্তীতে অত্র ঘটনা সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং-৯২, তারিখ-২৫/০৫/২০২৫ , ধারা-পেনাল কোডের ৪০৬/৪২০ তৎসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২২/২৭ রুজু হয়। উক্ত মামলাটি পিবিআই যশোর জেলা স্ব-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই(নিঃ) মোঃ মাসুদ এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা ধৃত সৈয়দ আলী আফতাব রিজভী (২১) ও সাইফুল (২২) দ্বয়কে অত্র মামলায় গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত আসামীদ্বয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সৈয়দ আলী আফতাব রিজভী (২১) জানায়, তার বন্ধু সাইফুল (২২) দ্বয় তাদের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ফেইসবুকে https://loan-bd.com ও “অন লাইন লোন সার্ভিস লিংক loanx. bdloanservice.com তে ভুয়া বিজ্ঞাপন দিয়ে ফেইসবুক ব্যবহারকারীদের সরলতার সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ করছে। আরো জানা যায় উক্ত আসামিদ্বয় অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে লোন প্রদানের লোভনীয় অফার দিয়ে লোন গ্রহণকারীদের ব্যবহৃত বিকাশ নাম্বার হতে উক্ত ওয়েব সাইটের পোর্টালের মাধ্যমে কৌশলে প্রতারণার আশ্রয়ে টাকা আত্মসাৎ করে নেয়। আসামীদ্বয় সহ অজ্ঞাতনামা আসামীরা পরস্পর যোগসাজসে যশোর জেলাসহ বিভিন্ন স্থান থেকে প্রতারণা করে আসছে।
গ্রেফতার কৃত আসামী সৈয়দ আলী আফতাব রিজভী (২১) জানায়, তার বন্ধু সাইফুল (২২) সহ অজ্ঞাতনামা আসামীরা পরস্পর যোগসাজসে অনলাইনে বিকাশ লোন দেওয়ার কথা বলে প্রতারণার আশ্রয়ে তারা ফেইসবুকে বিভিন্ন মানুষের নিকট হতে অর্থ আত্মসাৎ করে আসছে।
এর জন্য তারা প্রথমে সামাজিক যোগযোগ মাধ্যমের ল্যান্ডিং পেইজ অনলাইন হতে ক্রয় করে। তারপর উক্ত পেইজ বুস্ট করে ভাইরাল করার জন্য, ল্যান্ডিং পেইজে প্রতারণার মাধ্যমে টাকা গ্রহণের জন্য ব্যবহৃত বিকাশ মার্চেন্ট নম্বর অজ্ঞাতনামা আসামীদের নিকট থেকে পাসওর্য়াড সহ ক্রয় করে।
তারা অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অন লাইনে বিকাশে লোন প্রদানের জন্য https://loan-bd.com ও “অন লাইন লোন সার্ভিস” লিংক https://loanx.bdloanservice.com নামীয় ল্যান্ডিং পেইজ বুস্টের মাধ্যমে ব্যপকভাবে ভাইরাল করে ফেইসবুক ব্যবহারকারীদের নজরে আনে।
এরপর তারা উক্ত পেইজে ভুয়া প্রশ্ন সেট করে যেমন, লোন গ্রহণকরীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, লোনের পরিমান, পরিশোধের মেয়াদ, লোন গ্রহণকারীর ব্যবহৃত বিকাশ নাম্বর ও ব্যালেন্স ইত্যাদি।
উক্ত প্রশ্নগুলোর উত্তর লিখে সাবমিট করলে পরবর্তীতে স্বংয়ক্রিয়ভাবে পেইজ থেকে লোন গ্রহণকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) যায় এবং সেই ওটিপি সাবমিট করার অপশন আসে তখন ব্যবহারকারী উক্ত ওটিপি দেওয়ার সাথে সাথে তাৎক্ষণিক তার বিকাশ হতে সয়ংক্রিয়ভাবে আসামীদের ব্যবহৃত বিকাশ মার্চেন্ট নাম্বারে পেইমেন্ট হিসাবে টাকা চলে যায় বলে স্বীকার করে।
গ্রেফতার কৃত আসামী সৈয়দ আলী আফতাব রিজভী (২১) জানায়, তার বন্ধু সাইফুল (২২) দ্বয়কে আজ রবিবার ২৫ মে, আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।