মো: রেজাউল করিম, (ঠাকুরগাঁও) : গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি’র(এনসিপি) মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ধারাবাহিকতায় ৪ জুলাই রোজ শুক্রবার বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে বেলা সাড়ে ৩ টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এক পথসভার আয়োজন করা হয়।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ৩ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে তার দল।

তিনি আরো বলেন, আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়বো। আমরা নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না। থাকবে না বৈষম্য, ফ্যাসিবাদ। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে।

এ কারণেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। আমরা ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই ও সুচিকিৎসার অধিকার চাই। আমরা অন্যকোনো দেশের দালালি করব না। আমরা জীবন দিয়ে ও রক্ত দিয়ে হলেও দেশের মানুষের অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলবো।

এ সময়ে আরো বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ। এর আগে সকালে এনসিপি নেতারা ঠাকুরগাঁওয়ে সমাবেশ ও পথসভায় অংশ নেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, জুলাইজুড়ে দেশের প্রতিটি জেলায় “জুলাই পদযাত্রা” কর্মসূচি চলবে।
এতে সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য ইতিবাচক অগ্রগতি বলে মত দেন এনসিপি নেতারা।