নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় উত্তরণের এক্সেস প্রকল্পের উপজেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৯ জুলাই, ২০২৫) সকাল ১১ টায় অফিসার্স ক্লাব হলরুমে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর সহযোগিতায় উত্তরণ সংস্থার বাস্তবায়নে এক্সেস প্রকল্পের আওতায় প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উত্তরণের এক্সেস প্রকল্পের প্রকল্প অপারেশনাল ম্যানেজার আফরোজা আক্তার বানু।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুদিপ্ত কুমার সিংহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, জনস্বাস্থ্য প্রোকৌশলী কর্মকর্তা মেহেদি হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, প্রানিসম্পদ কর্মকর্তা ডা.আল মাহমুদ জুয়েল, এনজিও সমন্নয় কমিটির সভাপতি আলমগীর হোসেন মিরু, সিপিপি ম্যাজেজার সারোয়ার জাহান ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের এগ্রিকালচার এন্ড লাইভলিহুড কর্মকর্তা অভীক রঞ্জন মন্ডল, কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা রুহুল আমিন মোড়ল, কমল কুমার চক্রবর্তী এবং অনিত কুমার দাস। প্রকল্পের কর্মকর্তা বৃন্দ প্রকল্প নিয়ে মুক্ত আলোচনা করেন, পাশাপাশি সভার অংশগ্রহনকারীরা এলাকায় কাজের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উত্তরণের এই প্রকল্পের মাধ্যমে দূর্যোগ ঝুঁকি নিরসণ, জলবায়ু সহনশীল কৃষি ও জীবিকায়ন, স্থানান্তরিত মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিষেবা বিষয়ক কাজের পরিকল্পনা রয়েছে।