শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত 

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  বাগেরহাটের শরণখোলায় বিশ্ব বাঘ দিবস  উপলক্ষে রেলি  চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

২৯ জুলাই সকাল ১০ টায় উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তাদের সমন্বয়ে এ দিবস পালিত হয়।


বিজ্ঞাপন

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএফ রানা দেব।


বিজ্ঞাপন

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষক মন্ডলী ও ভিটিআরটি সদস্যবৃন্দ।


বিজ্ঞাপন

এর আগে ছাত্র-ছাত্রী,  শিক্ষক ও ভিটিআরটি সদস্যদের সমন্বয়ে একটি রেলি চালিতাবুনিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল ক্যাম্পাসে শেষ করে। পরে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বাঘ দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি এসিএফ রানা দেব বলেন সুন্দরবনে বাঘের সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

এর কারণ সুন্দরবনের জলদস্য ও বনদস্য আত্মসমর্পণ করায় বাঘ শিকার বন্ধ রয়েছে।  এছাড়া সুন্দরবনে  নিয়মিত টহল জোরদার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *