স্বাস্থ্য প্রতিবেদক : গতকাল মঙ্গলবার ২ সেপ্টেম্বর, প্রশিক্ষণ কর্মশালায় “হামদর্দে একজন “এমআর (MR)” হিসেবে কর্মময় জীবনে সফলতা লাভ ও হামদর্দ পণ্যের বিক্রয় বৃদ্ধি জন্য Self-Actualization (নিজ সক্ষমতার পূর্ণ ব্যবহার বা কর্মক্ষেত্রে চূড়ান্ত আত্মতুষ্টি) কেন গুরুত্বপূর্ণ” বিষয়ের উপর একটি ক্লাস পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, এসইউপি, পিএসসি।

পরিচালক হামদর্দ বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাসচিব ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া এবং সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুনের দর্শন এবং মানুষ ও মানবতার সেবায় হামদর্দে তাদের আত্মনিয়োগের বিষয়গুলো তুলে ধরেন।
তিনি Self-Actualized কি? কর্মক্ষেত্রে সাফল্য পেতে Self-Actualization এর গুরুত্ব; Self-Actualization এবং হামদর্দের Organizational Culture; Self-Actualization অর্জনের উপায়; এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের (MR) সাফল্যের চূড়ান্ত রূপ (Self-Actualization) যা ব্যক্তিগত উন্নয়ন, পেশাগত উৎকর্ষ, এবং হামদর্দের লক্ষ্যকে একসাথে পূর্ণতা দিবে এসব বিষয়ের উপর আলোচনা করেন।

প্রশিক্ষণরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ (MR) বেশ উৎসাহ নিয়ে ক্লাসে অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ কর্মশালার শেষে ওপেন ডিসকাশন সেশনে তারা বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করলে পরিচালক মহোদয় তার যথাযথ উত্তর দেন।
