শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক সন্ত্রাসী কর্তৃক সরকারি কলেজ শিক্ষক এর বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা আড়াল করতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কলেজ শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম রাসেল।

আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকাল চার টায় শরণখোলা উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক ছাত্র-ছাত্রী ও সন্ত্রাসী দিয়ে আমার বাড়ি ঘরে হামলা লুটপাট করে এবং আমার বাড়ির কেয়ারটেকার নজরুল বিশ্বাস ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে তারা এখন হাসপাতালে ভর্তি রয়েছে।
এছাড়া প্রধান শিক্ষক মিথ্যা, বানোয়াট ,ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে আমাকে ভূমিদস্যু বানিয়ে আমার সুনাম ক্ষুন্ন করেছে।

স্কুল কর্তৃপক্ষ আমার দাদার কাছ থেকে জমি কিনেছে সেটি সত্য কিন্তু তারপরেও তারা আমার জমি দখল করার চেষ্টা করছে। ওই জমি নিয়ে বাগেরহাট আদালতে একটি মামলা রয়েছে সেই মামলায় স্থিতিবস্থা দিলেও তা প্রধান শিক্ষক অমান্য করে আমার বাড়িতে অন্যায় ভাবে হামলা লুটপাট চালিয়েছে।

এছাড়া সন্ত্রাসী দিয়ে প্রধান শিক্ষক আমার জীবন নাশের হুমকি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক বলেন, স্কুল কর্তৃপক্ষ রাসেলের দাদার কাছ থেকে সঠিক নিয়মে জমি ক্রয় করেছে। সেই জমি রাসেল দখল করার চেষ্টা করায় তা পুন: দখলের চেষ্টা করছে কর্তৃপক্ষ।