মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্মসচিব ও গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জানা গেছে, জেলার কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৪৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে একটি স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, হাইলাইটার, ইরেজার, কাটার ও পেন্সিল বক্স দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং মানসম্মত শিক্ষা অর্জনের আহ্বান জানান।