সুন্দরবনে বিষ ব্যবহার করে চিংড়ি আহরণকালে আটক ৫

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :  পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি আহরণের অভিযোগে পাঁচজনকে আটক করেছে বন বিভাগ।


বিজ্ঞাপন

আজ  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে চাঁদপাই রেঞ্জের স্মার্ট টিম এর সদস্যরা অভিযান চালিয়ে চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন ছোট হরমল খালের আগা থেকে দুইটি ডিঙ্গি নৌকাসহ তাদের আটক করে।

অভিযান পরিচালনা কালে নৌকা তল্লাশি করে ২টি কীটনাশকের বোতল (রিপকর্ড) এবং আনুমানিক ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর কোর্টে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।


বিজ্ঞাপন

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন,সুন্দরবনে বিষ দিয়ে মাছ আহরণ সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *