মোড়েলগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ নির্যাতনের অভিযোগে। স্বামীসহ ৪  জনের বিরুদ্ধে অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোড়েলগঞ্জ প্রতিনিধি (বাগেরহাট) :  বাগেরহাটের মোড়েলগঞ্জে যৌতুকের দাবীর অভিযোগে এক গৃহবধূ ও তার (৭০ ) বছর বয়সী নানাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ জামিয়া আক্তার ( ২২ ) স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানিয়েছেন। অভিযোগটি প্রক্রিয়াধীন আছে।


বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে গত সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দিকে। মোড়েলগঞ্জ উপজেলার নিশন বাড়িয়া গুলিশাখালী গ্রামে।

অভিযোগ পত্রে জামিয়া উল্লেখ করেন ২০২৩ সালের এপ্রিলে প্রবাস ফেরত মোঃ সাব্বির হাওলাদার (২৮) এর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিচ্ছিল বলে দাবি করেন তিনি। সম্প্রতি পাঁচ লাখ টাকা যৌতুক চাওয়ার বিষয়টি অস্বীকার করায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে এবং তার নানাকে মারধর করেন। অভিযোগে আরো বলা হয়, যৌতুক না দিলে তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করবে বলে হুমকি দেয় তোর স্বামী।


বিজ্ঞাপন

আহাত মোসাঃ জামিয়া আক্তার ও তার নানাকে স্থানীয়রা প্রথমে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়, এখানে তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর রাতে জামিয়ার স্বামী সাব্বির হাওলাদার সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।


বিজ্ঞাপন

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলবুর রহমান বলেন ” অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে “।

অন্যদিকে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইয়াসিন হাওলাদার দাবি করেন তাদের ছেলেকে নির্যাতন করে উল্টো তাদের উপর দোষ চাপাচ্ছে। তিনি আরো বলেন জামিয়া সংসারমুখী নন এবং পরিবারের পরামর্শ শোনেন না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *