আওয়ামী ফ্যাসিস্ট মুন্নী সাহার সহযোগী যুগলীগের সদস্য শাওনের দেশ ত্যাগ !

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :  দেশের ইতিহাসে বিগত ১৭ বছর সংবাদিক পেশাকে কলংকিত করে গেছে যারা তাদের মধ্যে অন্যতম মুন্নী সাহা। সেই মুন্নী সাহার সহযোগী মোজাহিদুর রহমান শাওন। মুন্নীর সকল অপকর্মের ফিরিস্তি শাওনের কাছে। সিরাজগন্জ জেলার শাহজাদপুর উপজেলার সাধারণ পরিবারের আবুল বাসারের ছোট ছেলে বদমেজাজি, বখাটে, মাদকসেবী শাওন। ২০১৫ সালে ঢাকা মহানগর উত্তর যুবলীগের রুপনগর থানা কমিটির সদস্য পদ পায় শাওন। দলের এবং মুন্নী সাহার প্রভাব খাটিয়ে গড়ে তুলেছিলেন নিজস্ব বলয়ও বাহিনী।


বিজ্ঞাপন

বিগত ১৭ বছর মুন্নী সাহার ছত্র ছায়ায় কামিয়েছেন অবৈধ সম্পদ। ৫ আগস্টের পটপরিবর্তন হলে কিছুটা গোপনে চলে যান শাওন। মাহফুজুর রহমানের সাপ্লাইয়ার হিসেবে পরিচিত শাওনকে কেউ কেউ

সেল্টার দেবার চেষ্টা করলেও তার নামে জুলাই গণহত্যা ও গোপনে সরকার বিরুদ্ধে মিটিং করার অপরাধে মিরপুর থানায় মামলা দায়ের হলে তারা পিছু টান নেয়। সরকার বিরোধী কর্মকান্ডের অপরাধে


বিজ্ঞাপন

মামলা দায়ের হলে এটিএন নিউজ থেকে চাকুরী হারান শাওন। অনুসন্ধানে জানাযায়, গত অক্টোবরে শাওন এবং তার বাবা ভুয়া মুক্তিযোদ্ধা আবুল বাশার অহিংস গণ আন্দোলনের ব্যানারে সরকারের বিরুদ্ধে প্রেসক্লাবে হাজারো জনতা নিয়ে মিলিত হবার চেষ্টা করলে পুলিশ বাশারকে গ্রেফতার করে। মামলা হয় আবুল বাশার ও তার ছেলে শাওনের নামে। সংশ্লিষ্ট সুত্র বলছে শাওন দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। তবে ইমিগ্রেশন বিভাগ এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *