নারায়নগঞ্জের  আড়াইহাজার থানায় গ্রাম পুলিশদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: অপু (নারায়ণগঞ্জ) : আজ সোমবার  ৬ অক্টোবর   সকাল ১১ টায় নারায়নগঞ্জের  আড়াইহাজার থানার ১০ টি ইউনিয়নের ৯৬ জন গ্রাম পুলিশদের নিয়ে আইন‌ শৃঙ্খলা বিষয়ক সভা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় অফিসার ইনচার্জ  খন্দকার নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী ইসলাম, সহকারী পুলিশ সুপার( “গ” সার্কেল) ।‌

আড়াইহাজার থানা এলাকায় চুরি, দস্যুতা, ছিনতাই বিশেষ করে ডাকাতির ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য গ্রাম পুলিশকে সর্বদা সতর্ক থাকার জন্য এই সভা করা হয়।‌


বিজ্ঞাপন

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্), নারায়ণগঞ্জ  তারেক আল মেহেদী তাঁর বক্তব্যে বলেন, ” গ্রাম পুলিশ গ্রামের মানুষের হাঁড়ির খবর জানেন। কে ভালো কে মন্দ, কে মাদক কারবারি, কে মাদকসেবী, জুয়ারী, কারা ডাকাতি কাজে জড়িত তা গ্রাম পুলিশের সদস্যরা জানেন।


বিজ্ঞাপন

কাজেই এসব খারাপ মানুষ বা অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।” তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। অপরাধী যত খারাপই হোক না কেন তাকে “মব ভায়োলেন্স” এর মাধ্যমে শাস্তি না দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করতে হবে।‌”

এসময় গ্রাম পুলিশের সদস্যরা তাদের কিছু দাবি-দাওয়া তুলে ধরেন।‌ তাদের এসব সমস্যার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ সাইফুদ্দিনসহ সকল বিট অফিসার এই সভায় উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *