“ইসলামি সমাজব্যবস্থাই শান্তি ও ন্যায়ের একমাত্র নিশ্চয়তা” — ফরিদপুরে   মাওলানা মিজানুর রহমান মোল্লা

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

সানোয়ার হোসেন, (ফরিদপুর)  :  ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেছেন,> “যদি এ দেশে সত্যিকারের শান্তি, ন্যায়বিচার ও মানবতার সমাজ গঠন করতে চান, তবে ইসলাম ও খেলাফতের বিকল্প নেই।”


বিজ্ঞাপন

গতকাল রোববার দুপুরে সদরপুর উপজেলার আদু মোল্লার কান্দি গ্রামের জামিয়া ইসলামিয়া রিয়াজুল জান্নাত বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিশাল জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের অন্তরে ন্যায় প্রতিষ্ঠা করে, সমাজে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দেয়। আজ স্বার্থের রাজনীতিতে মানুষ দিশেহারা। যদি আমরা কুরআন-সুন্নাহর পথে ফিরে আসি, আল্লাহর হুকুমে শান্তি প্রতিষ্ঠিত হবেই।”


বিজ্ঞাপন

মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন,> “আমরা যদি সংসদে যেতে পারি, জনগণের অধিকার, শিক্ষকদের বেতন-ভাতা ও সমাজের ন্যায়বিচার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব ইনশাআল্লাহ। জনগণের অর্থ ও বিশ্বাসকে আল্লাহর আমানত হিসেবে রক্ষা করব এবং আল্লাহর ভয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেব।”


বিজ্ঞাপন

তিনি আরও বলেন,> “খেলাফত প্রতিষ্ঠা মানে জুলুমমুক্ত সমাজ, ন্যায়ের শাসন ও আল্লাহভীতির রাজনীতি। ইসলামই মানবতার একমাত্র মুক্তির পথ। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে পরিচালিত করুন— আমিন।”

সমাবেশে সভাপতিত্ব করেন আবু সাঈদ ফরিদী, সঞ্চালনা করেন মুফতি আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ ওয়ালিউল্লাহ, হাফেজ মাহবুবুল হক, মুফতি আঃ রহমান ও হাফেজ মাহমুদুর রহমান।

এর আগে সকাল ৯টায় ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারে নিজ বাড়ি থেকে দুই শতাধিক নেতা-কর্মীসহ মাওলানা মিজানুর রহমান মোল্লা যাত্রা শুরু করেন। তারা পদ্মা নদী পার হয়ে দুপুরে সদরপুরে পৌঁছে সমাবেশে যোগ দেন।

বক্তৃতার শেষাংশে তিনি সবাইকে আহ্বান জানান,> “আসুন আমরা খেলাফতের আদর্শে ঐক্যবদ্ধ হই, অন্যায়ের বিরুদ্ধে সত্য উচ্চারণ করি। ইসলামি সমাজব্যবস্থাই শান্তি ও ন্যায়ের একমাত্র নিশ্চয়তা।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *