খুলনার বটিয়াঘটায় সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার রহস্য জনক মৃত্যু

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো:  ইমরান হোসেন (খুলনা) :  খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নংজলমা ইউনিয়নের শান্তি নগর এলাকায় ৭৫ বয়সী এক বৃদ্ধার রহস্য জনক মৃত্যু হয়।


বিজ্ঞাপন

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়,হাসান জমিদার এর স্ত্রী সুফিয়া বেগম(৭৫) শান্তীনগর এলাকায় একা বসবাস করেন সুফিয়া বেগম।তার একটি মাত্র ছেলে শহরে স্ত্রী নিয়ে থাকেন।সুফিয়া।

মাঝে মাঝে ছেলের,কাছে মাঝে মাঝে তার শান্তি নগর বাড়িতে থাকেন।সোমবার আনুমানিক সকাল ৮ টার দিকে তার এক আত্মীয় তার জন্য কলার মোছা, তেতুল নিয়ে তার বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার ফুফু সুফিয়া বেগম পড়ে আছে।


বিজ্ঞাপন

তার ডাক চিৎকারে পাসের লোকজন ছুটে আসে।এলাকা বাসি নারকেলের পাতা দিয়ে মুখ ডাকা শরীরের কাপড এলো মোলো অবস্থায় দেখে মুখের উপর থেকে নরকেলের পাতা সড়ায় এবং কাপড় ঠিক করে দেয়।


বিজ্ঞাপন

পরে বটিয়াঘাটা থানা পুলিশ যানতে পেয়ে ঘটনা স্থলে যায় এবং সুরাত হাল করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকে হাসপাতালে প্রেরণ করেন। এবিষয়ে সুরাত হাল করার সময় থাকা পাসের প্রতিবেশী সেলিনা বেগম জানান,মৃত সুফিয়ার মুখের এক পাসে থেতলানো।

ধারনা করা হয় এটি ইটির আথাত যে ইট আলামত হিসেবে থানা পুলিশ নিয়ে আসছে।এছাড়া শরীরের আরো কিছু যায়গায় ক্ষতের চিন্হ দেখা যায়।এলাকা সুত্রে জানা যায়, তাদের জমি জমা নিয়ে দীর্ঘ দিন ধরে একটি পক্ষের সাথে দ্বন্দ চলে আসছে।

এ ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে।বটিয়াঘাটা অফিসার ইনচার্জ জানান, এব্যাপারে থনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে,লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *