মো: তোফায়েল আহমেদ : জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর ) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌর আমীর ফেরদৌস আহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শাখার সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সাইফুল ইসলাম শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া ও অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান, পৌর সেক্রেটারি ক্বারি ওয়ালিউল্লাহ এবং মুরাদনগর উপজেলা সেক্রেটারি মাওলানা আমীর হোসেন।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি নুরুল হুদা, মু. শরীফুল ইসলাম সরকার, মু. ওবায়দুল্লাহ মাহমুদ, মাওলানা রুহুল আমিন সরকার, পৌর সহকারী সেক্রেটারি মু. জাকির হোসেন, মু. বিল্লাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি মু. তমিজ উদ্দীন, উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম মুন্সি, যুব বিভাগের সভাপতি জালাল উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায় এখন সময়ের দাবি। তাঁরা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।