নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তা এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার।

মাদক ব্যবসায়ীদের দমন অভিযানকে ব্যাহত করতে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল তার নামে ভিত্তিহীন তথ্য ও ভুয়া অভিযোগ একটি লাইসেন্স বিহীন ফেইসবুক পেইজে ছড়াচ্ছে বলে জানা গেছে।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, এসআই মেহেদী হাসান জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে গত কয়েক মাসে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ একাধিক মাদককারবারী গ্রেপ্তার হয়েছে। স্থানীয় জনগণ তাকে “মাদক ব্যবসায়ীদের আতঙ্ক” বলে আখ্যায়িত করেছেন।

তবে সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ও মাদক ব্যবসায়ীর পক্ষের লোকজন ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর পোস্ট দিয়ে সামাজিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

এ বিষয়ে এসআই মেহেদী হাসান জুয়েল বলেন,আমি দায়িত্ব পালন করছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই আমার পেশাগত দায়িত্ব। কেউ যদি মিথ্যা প্রচারণা চালায়, তা আইনি পথে মোকাবিলা করা হবে।
স্থানীয়রা জানান,এসআই মেহেদী হাসান জুয়েল একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে করা অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।
যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হউক সেই সাথে মাদক নির্মূলে তার ভূমিকা অনন্য। এই ধরনের অপপ্রচার দিয়ে তাকে হেয় করা হচ্ছে—যা প্রকৃত দেশপ্রেমিক পুলিশের জন্য নিরুৎসাহমূলক।”