ঠাকুরগাঁওয়ে বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরে জেলার হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সুমন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে ১০/১২ জন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বিএসএফের হাতে আটক হয় মাসুদ রানা (২০) নামে অন্য একজন।
বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী জানান, বিএসএফের এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।