ডিজিটাল বাংলাদেশ গড়তে গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলা তথ্যকেন্দ্র কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ঠাকুরগাঁও তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে মঙ্গলবার সকাল ১১ টায় নারগুন ইউনিয়নের কহরপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার নিরঞ্জন কুমার। অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা/তথ্যসেবা সহকারি নাজমিন আক্তার সিমু, মাসুমা ফারজানা, শারমিন আক্তার প্রমুখ। উঠান বৈঠকে অংশ নেওয়া গ্রামীণ সুবিধা বঞ্চিত প্রান্তিক মহিলাদের কে “নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধ” বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করা হয়। উল্লেখ্য যে, তথ্য আপাঃডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ধীন জাতীয় মহিলা সংস্হা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।