দান-খয়রাতের টাকা নিজের একাউন্টে রাখতেন বাবুনগরী

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : জুনায়েদ বাবুনগরীর ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত প্রায় ৪৪ কোটি টাকার হিসেব পাওয়া গেছে। এবং শতকোটি টাকার সম্পদ রয়েছে। তবে বাবুনগরীর ঘনিষ্ঠরা এই তথ্য অস্বীকার করে বলছেন, যে টাকা আছে, তা হলো দান-খয়রাতের টাকা। কিন্তু দান-খয়রাতের টাকা কেন তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন- এমন প্রশ্নের উত্তর মেলেনি।শুধু দেশে নয়, বিদেশ থেকেও জুনায়েদ বাবুনগরী টাকা নিয়ে আসতেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের নামে, হেফাজতের নেতাকর্মীদের চিকিৎসা, মামলার খরচের নামে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ আসতো, সেসবের কোনো হিসাব নিকাশ নাই জুনায়েদ বাবুনগরীর কাছে।


বিজ্ঞাপন