স্বরূপকাঠি প্রতিনিধি : কোমলমতি ছেলে মেয়েদের সচেতনতা বৃদ্ধিসহ দায়িত্ব বোধ সৃষ্টি করতে কাব স্কাউটের বিকল্প নেই। সমগ্র বিশ্ব নন্দিত এবং সমাদৃত স্কাউটের জয় জয়কার। প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে স্কাউটের ঝুড়িমেলা ভার। আর এরই ধারাবাহিকতায় স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাটের ঐতিহ্যবাহি শাইনিং স্টার কিন্ডার গার্টেনের উদ্যোগে প্রথম ১ দিনের তাবু বাস সু-সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল অঞ্চলের স্কাউট উপ কমিশনার মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। তাবু উদ্বোধন করেন উপজেলা স্কাউট সম্পাদক মো. মেশাররফ হোসেন। অত্র প্রতিষ্ঠানের সহ সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে তাবু বাস সভার আলোচনায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সম্পন্ন হয়। আলোচনায় মূল্যবান বক্তব্য রাখেন মো. মোশাররফ হোসেন, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন(কাব লিডার ও সাবেক স্কাউট লিডার)। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহ আলম বাহাদুর। দিনব্যাপী কাব কার্যক্রমে অংশ গ্রহণ করেন শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, দিপালী বিশ্বাস, তানিয়া আক্তার ও কাব শিক্ষক মো. নিয়াজ মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্য ছাত্রছাত্রীসহ অভিভাবক, শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। সর্বশেষ কাব ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তিসহ গান পরিবেশনা দারুণ উপভোগ্য ছিলো।