নিজস্ব প্রতিবেদক : ১৭ মার্চ ১৯৭২ বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য দিন। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশে সফরে এসেছিলেন।
সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত নৌকা আকৃতির মঞ্চে ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়, যা ‘ইন্দিরা মঞ্চ’ নামে পরিচিতি লাভ করে।
ছবিতে: ‘ইন্দিরা মঞ্চে’ বক্তব্য দিচ্ছেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী,
মঞ্চে উপবিষ্ট আছেন বাঙালি জাতির মুক্তির দিশারী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।