নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড ১৯) এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন এর বিধি-নিষেধ কার্যকরভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় গত রবিবার ৪ জুলাই, সকাল থেকেই দিনাজপুর জেলার ১৩টি থানার বিভিন্ন মোড়, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট থানার মোবাইল টিমসমূহ।
গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে চেকপোস্ট কার্যক্রম জোরদার করার মাধ্যমে অযথা যানবাহন চলাচল নিয়ন্ত্রন করছে ট্রাফিক বিভাগ।জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ ও সার্কেল অফিসারগন সরেজমিনে বিষয়গুলো নিশ্চিত করছেন।
করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি , সামাজিক দূরত্ব বজায় রাখি , অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকি ও সরকার নির্দেশিত বিধিনিষেধসমূহ যথাযথভাবে অনুসরণ করি।