মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) দুপুরে প্রেসক্লাব গোপালগঞ্জ এর সামনে মানববন্ধন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখা।

সংগঠনের সাধারণ সম্পাদক লিখিত বক্তব্য পাঠ করেন। এতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাই ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজনের কথা বলা হয়েছে।

তবে এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার বিষয়টি বৈষম্যমূলক এবং দৃষ্টান্তমূলক নেতিবাচক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়।

সংগঠনের সভাপতি বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

তাই কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার রক্ষায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সভাপতি জাকারিয়া ইসলাম ধীরাজ, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক শীলু, মোঃ কামাল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকগন।