শারদীয় দুর্গোৎসব উদযাপনে চসিকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম)  : শারদীয় দুর্গোৎসব ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল   মঙ্গলবার ১২ আগষ্ট, বিকেলে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।


বিজ্ঞাপন

সভায় আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, নিরাপত্তা জোরদার, মণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।


বিজ্ঞাপন

মেয়র বলেন, ধর্মীয় উৎসব সকলের জন্য আনন্দের, তাই সবার অংশগ্রহণ ও সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে হবে। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন মেয়র।


বিজ্ঞাপন

পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপণ সরঞ্জাম রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানানো হয়। কমিটির প্রতিনিধিরা উৎসবকালীন বিদ্যুৎ ও পানির নির্বিঘ্ন সরবরাহের জন্য চসিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।


বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন চসিক পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ দে। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী। বক্তব্য রাখেন চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবাল রক্ষিত, সাবেক সাধারণ সম্পাদক রতন চৌধুরী, অর্থ প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক সন্দ্বীপ কুমার দাশ, টিংকু কুমার ভৌমিক, মানিক চন্দ্র বৈদ্য, কল্লোল দাস বাপ্পি, সোমনাথ দাসগুপ্ত রাজু, টিংকু দাস, রিপন কিশোর রায়, প্রদীপ দে, পল্লব দাস, পুলক দে, উজ্জ্বল দাশ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *