যশোরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি), মাদক বিরোধী অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল, ৩ বোতল বিদেশি মদ, ৪০ পিস ইয়াবাসহ চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে , মঙ্গলবার ২৭ জুলাই, যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একাধিক টিম যশোরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ডিবির এসআই(নিরস্ত্র)/ চন্দ্র কান্ত গাইন, এসআই(নিরস্ত্র)/ শামীম হোসেন, এএসআই(নিরস্ত্র)/ রঞ্জন বসুর সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ টা ৫৫ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন ছোটআচঁড়া মোড় ঠাকুর পুকুর সংলগ্ন পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ ফয়সাল শেখ (২২),(২) মোঃ শাহীন শেখ(২০), উভয় পিতা- আঃ মজিদ শেখ, সাং- বড় আঁচড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার সহ গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,৭৫,০০০/= (এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা। ১ নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা রয়েছে।


বিজ্ঞাপন

অভিযান-২

মঙ্গলবার ২৭ জুলাই, ডিবির এসআই(নিরস্ত্র)/ ইদ্রিসুর রহমান, এএসআই(নিরস্ত্র)/ শ্যামল সরকার, এএসআই(নিরস্ত্র)/ নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম কেশবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ৭ টার সময় কেশবপুর থানাধীন মঙ্গলকোট উত্তরস্থ আসামী ওমর ফারুক @ রাব্বির বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোহাম্মদ ওমর ফারুক@ রাব্বি (২৫),পিতা-মোঃ আব্দূল লতিফ, সাং-মঙ্গলকোর্ট, থানা-কেশবপু্র, জেলা-যশোরকে ০৩ (তিন) বোতল বিদেশী মদ ও ০৫ (পাঁচ) বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২২,৫০০/= (বাইশ হাজার পাঁচশত) টাকা।

অভিযান-৩
মঙ্গলবার ২৭ জুলাই, ডিবির এসআই(নিরস্ত্র)/ ইদ্রিসুর রহমান, এএসআই(নিরস্ত্র)/ শ্যামল সরকার, এএসআই(নিরস্ত্র)/ নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম কেশবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯ টা ৪৫ মিনিটে, কেশবপুর থানাধীন মঙ্গলকোট বাজারস্থ আয়ান মেডিকেল হলের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১)মোঃ সবুজ হোসেন (২১), পিতামৃত- শাহজাহান গাজী, (২) মোঃ রাকিবুল ইসলাম হৃদয় (২১), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক গাজী, উভয়সাং- রাম কৃষ্ণপুর, থানা- কেশবপুরদ্বয়কে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন ।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১২,০০০/= (বার হাজার) টাকা। উদ্ধার সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথক-পৃথক ভাবে তিনটি নিয়মিত মামলা রুজু হয়েছে।