সিলেটে ৫ লাখ ২৫হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-৯ এর অভিযানে এসএমপি-সিলেট এর কোতয়ালী থানাধীন এলাকা থেকে ৫ লাখ ২৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি সহ ২ জন চোরাকারবারী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সোমবার ১৬ আগষ্ট বিকাল ৬ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি বিশেষ টিম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানাধীন চৌহাট্টা পয়েন্টস্থ “দি সেন্ট্রাল ফার্মেসী লিমিটেড” এর সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে ভারতীয় পাতার বিড়ি=৫,২৫,০০০(পাঁচ লক্ষ পঁচিশ হাজার) পিস পাতার বিড়ি যার আনুমানিক মূল্য ৫,২৫,০০০/- টাকা, ১ টি ডিআই পিকআপ গাড়ী যার আনুমানিক মূল্য ৮,০০,০০০/- টাকা, মোবাইল ২টি, সীম কার্ড ২টি জব্দ করা হয়।

এসময় মোঃ নাসির উদ্দিন (২২), পিতা- নিজাম উদ্দিন, সাং- পাচছেউতি, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট, ও আলামিন (২২), পিতা- আব্দুল গফুর, সাং- নয়াখেল, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট উল্লেখিত আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত দের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামীদের বিরুদ্ধে The Special Power Act -১৯৭৪ এর ২৫-ই ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামীদ্বয় ও জব্দকৃত আলামত সমূহ সহ এসএমপি-সিলেট এর কোতয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।