বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের নবাগত নায়িকা সিলভী। তার মা জানান, চোখের সামনে মেয়ের সম্ভাবনাময় ভবিষ্যত নষ্ট হয়ে গেছে। এই সিলভীকে নানানভাবে হেনস্তা করেছে জায়েদ খান।
অভিযোগ মরহুমা সিলভীর মায়ের। সিলভী অবশ্য সবার মায়া ত্যাগ করে করোনায় মারা যান।
শুধু সিলভী নয়, এমন অনেক অভিযোগ আছে এ নায়কের বিরুদ্ধে। জায়েদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অনেককেই দিতে হয়েছে মূল্য। অভিযোগ করেছেন নায়িকা সিমু. সাদিয়া মির্জাসহ অনেকে।
এছাড়া শিল্পী সমিতির নামে টাকা তুলে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চিত্রনায়িকা বেবী বলেন, জায়েদ খান শিল্পী সমিতির নাম ভাঙিয়ে প্রচুর অর্থ কামিয়েছেন।
এগুলো নিয়ে ফিসফাস করলেই তিনি তার ক্ষমতার প্রয়োগ করেন।
পরিচালক কাজী হায়াত এসব বিষয়ে নিজের হতাশা প্রকাশ করেন , সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, চলচ্চিত্রের বাইরেও নিজের প্রভাব খাটিয়ে নিজ জেলা পিরোজপুরে একটি বাড়ি দখলেরও অভিযোগ আছে জায়েদসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেছে পরিবারটি।