বাংলাদেশে জঙ্গিবাদের যাত্রা শুরু হয় ৯১ এর পর হরকাতুল জেহাদের মাধ্যমে

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : তারেক রহমানের সরাসরি সমর্থন পেয়ে ২০০১ থেকে তাদের অবিশ্বাস্য উত্থান সমগ্র বিশ্বকে হতবাক করে দেয়। সরকারি মদদে সুসংগঠিত হয়ে ২০০৪ এর ২১শে আগস্ট গ্রেনেড হামলার পরবর্তী অধ্যায়টি ছিল ২০০৫ এ সারাদেশে সিরিজ বোমা হামলা।


বিজ্ঞাপন

১৭ আগস্ট ২০০৫, সকাল ১১টায় দেশের ৬৩ জেলায় (মুন্সিগঞ্জ বাদে) সিরিজ বোমা হামলা চালায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির জঙ্গিরা।


বিজ্ঞাপন

দেশের ৩০০টি স্থানে মাত্র আধাঘণ্টার ব্যবধানে একযোগে ৫০০ বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল জেএমবি। এতে দুজন নিহত ও দুশতাধিক লোক আহত হয়।

সিরিজ বোমা হামলার স্থান হিসেবে জঙ্গিরা হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, বাংলাদেশে থাকা মার্কিন দূতাবাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব ও সরকারি-আধাসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা বেছে নেয়। হামলার স্থানসমূহে জেএমবির লিফলেট পাওয়া যায়।

জামাত ও শিবিরের নেতাকর্মীদের নিয়ে গড়ে তোলা জেএমবি বা হরকাতুল জেহাদের মাধ্যমে ইসলামী জঙ্গিবাদের উত্থানে সরাসরি পৃষ্ঠপোষকতা করে বিএনপি, উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে নিশ্চিহ্ন করা।