নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ থানা,নীলফামারী পুলিশের সহযোগিতায় দেড় বছর পরে মানসিক ভারসাম্যহীন খালাকে ফিরে পেল যুবক ।
গত (০৪ জুলাই/২০২১ খ্রিষ্টাব্দ) কিশোরগঞ্জ থানা, নীলফামারীতে এসে মোঃ রফিক মিয়া (১৮), গ্রামঃ রণচণ্ডী দক্ষিন পাড়া,থানাঃকিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারী।
উক্ত ব্যক্তি জানান যে,তিনি সন্ধ্যা আনুমানিক ০৭ ঘটিকার সময় গাড়াগ্রাম হাজির হাট বাজারে একজন অপরিচিত মহিলাকে দেখতে পান। যার পরনে ছেঁড়া শাড়ি হাতে একটি সাদা রংয়ের বস্তা যার ভিতর বিভিন্ন রকমের পুরনো কাপড় ও এক হাতে একটি কাপড়ে বাঁধানো পুঁটুলি দেখেন।
তিনি এও লক্ষ করেন যে, মহিলার কথাবার্তা ছিল অসংলগ্ন তাই এমন পরিস্থিতিতে মহিলাকে নিয়ে তিনি কিশোরগঞ্জ থানায় আসেন।
পরবর্তীতে উক্ত মহিলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে মহিলার নিকট আত্মীয় স্বজন তাকে দেখতে পেয়ে কিশোরগঞ্জ থানা, নীলফামারীতে যোগাযোগ করেন।
সন্ধান পূর্বক জানা যায় মহিলার নাম মোছাঃ দেলু বেগম(৫০), গ্রামঃ তেতুলিয়াপাড়া,থানাঃ ত্রিশাল, জেলাঃ ময়মনসিংহ।
তিনি দেড় বছর পূর্বে নিজ বাড়ী হতে মানসিক সমস্যাজনিত কারণে নিখোঁজ হয়ে যান।
গত (০৫ আগস্ট/২০২১ খ্রিস্টাব্দ) অফিসার ইনচার্জ, কিশোরগঞ্জ থানা, নীলফামারী মহোদয়ের উপস্থিতিতে উক্ত মানসিক ভারসাম্যহীন মহিলা’কে তার পরিবারের জিম্মায় প্রদান করে কিশোরগঞ্জ থানা, পুলিশ।
রক্তের বন্ধন কি কখনো অস্বীকার করা যায়? তাদের এই মিলন মেলা দেখে আমরা কিশোরগঞ্জ থানা, পুলিশ সত্যিই অনেক আনন্দিত।