গর্ভবতী মায়েরা ও করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন : ইউনিসেফ

স্বাস্থ্য

আজকের দেশ রিপোর্ট : গর্ভবতী মায়েরা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করোনার টিকা নিতে পারবেন, এমনটাই নিশ্চিত করেছে ইউনিসেফ।


বিজ্ঞাপন

করোনা ভাইরাসের টিকা পেতে গর্ভবতী মা রাও এখন সুরক্ষা ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে পারবেন।


বিজ্ঞাপন

ইউনিসেফ এর পক্ষ থেকে গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলা হয়েছে, অন্যান্য টিকার মতই এ টিকা নেওয়ার পর কিছু সাধারণ প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা গর্ভবতী নারীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

তবে টিকার দীর্ঘমেয়াদী প্রভাবের সাথে কোন সম্পর্কের তথ্য নেই।

টিকা নেওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে।