বিশেষ প্রতিবেদক : নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ১৩(২)জ অনুযায়ী, খাদ্য ব্যবসা পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা আছে।
তদপ্রেক্ষিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়(ঢাকা) এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন, সাভার এর সহযোগিতায় গত ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন সম্মেলনকক্ষে ৪০ জন খাদ্য ব্যবসায়ীকে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।
এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন ঢাকা জেলা নিরাপদ খাদ্য অফিসার তাহমিনা খাতুন।
প্রশিক্ষণার্থীগণ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ কর্মমূচির প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরণের কর্মসূচির আশাবাদ ব্যক্ত করেন।