নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ১ অক্টোবর দুপুর ১২ টায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), রাজশাহী মহানগরীতে সফরে আসলে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক অতিরিক্ত আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরবর্তীতে অতিরিক্ত আইজিপি আরএমপি’র নির্মাণাধীন সদরদপ্তর ভবন, বিভাগীয় পুলিশ হাসপাতাল, রেশন-স্টোর সহ টি-বাঁধ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।