দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযান

অপরাধ

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ১০টি অভিযোগের (৩টি অভিযান, ৭টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে


বিজ্ঞাপন

বিশেষ প্রতিবেদক : অভিযান: ১ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের চারপাশে রিটেনিং ওয়াল নির্মাণ ও মাটি ভরাট প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ একটি অভিযান পরিচালনা করেছে।


বিজ্ঞাপন

এনফোর্সমেন্ট টিম সরজমিনে পরিদর্শন করে এবং পিআইও অফিস হতে অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে।

রিটেনিং ওয়াল, মাটি ভরাট সম্পর্কিত কাজের অনিয়ম ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় হতে এ বিষয়ে চলমান তদন্তসহ সামগ্রিক বর্তমান অবস্থা ও পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশসহ কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

অভিযান ঃ ২
আঞ্চলিক পাসপাের্ট অফিস, পাঁচলাইশ, চট্টগ্রাম-এর কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকের পাসপাের্ট সেবা প্রদানে ঘুষ দাবির অভিযােগের ভিত্তিতে দুদক সজেকা চট্টগ্রামএকটি অভিযান পরিচালনা করেছে । দুদক টিম অভিযান পরিচালনাকালে দালালদের দৌরাত্ম্যর প্রমাণ পায়।

পাসপোর্ট অফিসে কর্মরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সাথে দালালদের যোগসাজশ টিম শনাক্ত করে। টিম এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযান ঃ ৩
যশাের শিক্ষা বাের্ডের আয়-ব্যয়ের ব্যাংক একাউন্ট হতে ভ্যাট ও আয়কর বাবদ সরকারি কোষাগারের জমা দেওয়ার নিমিত্ত ইস্যুকৃত চেকের অর্থ জাল-জালিয়াতির মাধ্যমে উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযােগের প্রেক্ষিতে দুদক সজেকা-যশোর এর উপপরিচালক-এর নেতৃত্বে একটি টিম রেকর্ডপত্র জব্দ করেছে।

অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। ভ্যাট ও কর কর্তন সংশ্লিষ্ট তথ্য প্রমাণ ও রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৭টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।