নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ৩ জানুয়ারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় সাভার থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে এম আর এম এন্ড কোং, মাহাদি ব্রিকস এবং এ কে বি ব্রিকস, আমিন বাজার, সাভার, ঢাকাদ্বয়-কে ৫০,০০০ টাকা করে মোট ১.৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন ও মোঃ খালেদ হোসেন সহযোগীতা করেন