মুন্সীগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসক কর্তৃক ইউপি নির্বাচন এর ভোটকেন্দ্র ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ৫ জানুয়ারি, মুন্সীগঞ্জ জেলার পঞ্চম পর্যায়ে অনুষ্ঠাতব্য গজারিয়া উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করেন কাজী নাহিদ রসুল, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ ও আব্দুল মোমেন পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ।


বিজ্ঞাপন

এ সময় ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন পুলিশ সুপার ।


বিজ্ঞাপন

ভোটকেন্দ্রের আশে পাশের এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ’সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের উধ্বর্তন অফিসারবৃন্দ সহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।